The use of Be born/Was born
Understanding The Topic:1. be + born অর্থ জন্মগ্রহণ করা।
2. বিশেষ ধরনের Use হিসেবে verb bear- এর past participle form 'born'ব্যবহৃত হয়।
3. জন্মগ্রহণ করা অর্থে 'bear' verb- টি সর্বদা Passive form- এ past participle হিসেবে ব্যবহৃত হয়।
Note: be verb বলতে am , is , are , was , were- কে বােঝায়।
Uses:
1 . কোনাে স্থানে , কোনাে সালে বা তারিখে জন্মগ্রহণ করা বোঝাতে Structure- টি নিম্নরূপ:
Structure : Sub + To be verb + born + adverbial phrase / prepositional phrase.
Example:
(i) He was born in Dhaka.
(ii) I was born in 1989.
(iii) Robin was born on 2 September 1994.
(iv) The girl was born of an educated family.
2. শারীরিক বিকলাঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করা বােঝাতে Structure- টি নিম্নরূপ :
Structure : Sub + To be verb + born + adjective.
(i) Hundreds of children are born blind every year. (ঘটমান / চলমান প্রক্রিয়া )
(ii) The boy was born deaf.
3. কোনাে বিশেষ উদ্দেশ্যে জগ্রহণ করা অর্থে Structure- টি নিম্নরূপ:
Structure : Sub + To be verb + born + infinitive phrase.
(i) He was born to be the father of our nation.
(ii) Shakespeare was born to be a famous dramatist.
Note : জন্মস্থান বােঝাতে I'm from Dhaka হতে পারে কিন্তু I am born in Dhaka বলা যাবে না।
Special Use Of Some Words And Phrase for HSC
Understanding The Topic:
1. যেতে হবে, খেতে হবে , পড়তে হবে , পান করতে হবে ইত্যাদি Expression প্রকাশ করার জন্য have to / has to phrase ব্যবহৃত হয়। সাধারণত have to / has to কোনাে কাজ করার বাধ্যবাধকতা ও প্রয়োজনীয়তা বোঝাতে ব্যবহৃত হয়।
2. উপদেশ প্রদান করার ক্ষেত্রেও have to / has to ব্যবহৃত হতে পারে।
3. have to / has to- এর past form হিসেবে had to ব্যবহূত হয় এবং Future time- এর ক্ষেত্রে have to / has to কিংবা shall have to / will have to ব্যবহৃত হয়ে থাকে।
4. have / has + to- এর পরিবর্তে have / has + got + to- ও ব্যবহৃত হতে পারে।
Uses : 1. কোনাে কাজ অবশ্যই করতে হবে বা করা প্রয়ােজন এরূপ বাধ্যবাধকতা বােঝাতে have to /has to phrase ব্যবহৃত হয়।
Structure : Sub + have to / has to + verb - base form + object / complement.
Example:
(i) We have to defend our mother. (Obligation)
(ii) We have to produce more food. (Necessity)
2 . ভবিষ্যতে কোনাে কিছু হতে হবে (পেশাগত) বা কোনাে গুণের অধিকারী হতে হবে এরূপ বােঝাতে have to / has to + be ব্যবহূত হয়।
Structure : Sub + have to be / has to be + complement.
Example:
(i) A student has to be confident to pass the exam.
(ii) You have to be a teacher.
(iii) I have to be an artist.
3. অতীতে কোনাে কাজ করার বাধ্যবাধকতা বা প্রয়ােজনীয়তা ছিল অর্থে had to ব্যবহৃত হয়।
Structure: Sub + had to + verb এর base form + object/complement.
Example:
(i) I had to take a taxi to go to college yesterday.
(ii) At last , I had to memories the composition.
4. উপদেশ দেবার জন্য have to / has to ব্যবহূত হতে পারে।
Structure: Sub + have to /has to + verb- এর base form + object.
Example:
(i) Time is precious. So you have to use it properly.
(ii) Health is wealth. So , you have to take care of your health.
5. এ জাতীয় Sentence- কে Negative ও Interrogative করার সময় Tense ও Subject- এর Number ও Person অনুযায়ী do/does /did ব্যবহৃত হয়।
Structures:
Negative : Sub + doesn't/don't/didn't/have + to + verb + Complement.
Example:
Affirmative: You have to go there.
Understanding The Topic:
1. Have ও have got একই অর্থে ব্যবহৃত হয়। অপর দিকে have got to ও have to একই অর্থে ব্যবহৃত হয়ে থাকে।
2. সাধারণত কোনাে মালিকানা (Possession), সম্পর্ক (Relationship), অসুস্থতা (Characteristic) ইত্যাদি প্রকাশে have বা have got ব্যবহূত হয়। আবার , বাধ্যবাধকতা (Obligation) অথবা অবশ্যই করতে হবে (Must) অর্থে have to / have got to ব্যবহৃত হয়।