Right Form of Verbs Shortcut Rules
1. Sentence যদি Present Indefinite tense হয় এবং Subject Third Person singular number হয়, তবে verb-এর সঙ্গে s/es যুক্ত হবে।
Ex: Suva writes a letter.
2. Present indefinite tense-এ Subject third person singular number হওয়া সত্ত্বেও can, could, will, would, may, might, must, shall, should etc-এর পরে verb-এর সঙ্গে s/es যোগ হবে না।
Ex: Suva must come to her office in time.
3. Sentence যদি universal truth (চিরন্তন সত্য), Habitual fact (অভ্যাসগত কর্ম) ইত্যাদি বোঝায় তাহলে sentenceটি Present Indefinite Tense হয়।
Ex: The earth moves round the sun.
4. কোনো Sentence-এ যদি sometimes, always, regularly, often, daily, every day, usually, generally, normally, ordinarily, occasionally ইত্যাদি থাকে যুক্ত থাকে, তাহলে Sentence টি Present Indefinite Tense হবে।
Ex: Sabina learns her lessons regularly.
5. বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝালে present Continuous Tense হয়। (এসব ক্ষেত্রে সাধারণত now, at present, at this moment, at this very moment ইত্যাদি ব্যবহার করা হয়) ।
Ex: The girls are watching the television now.
6. Sentence-এ have/has থাকলে Sentence টি present perfect Tense হবে।
Ex: Suva has written a letter to her sister.
7. কোনো Sentence-এ যদি already, yet, not yet, ever, just, just now, recently, lately, recently, today, this week/year/month, in the meantime, never, ever ইত্যাদি যুক্ত থাকে, তাহলে Sentence টি Present perfect tense হবে।
Ex: Have you ever been to Cox-Bazaar?
8. Sentence-এ each, every, everyone, anyone, any, many a, everybody, everything, anybody, nobody, no one, nothing, anything, something, someone, one of, either, neither ইতাদি থাকলে verb-এর Singular Number হয়।
Ex: Every mother loves her child.
9. একই দৈর্ঘ্য পরিমাণ বা স্থান বোঝালে Subject দেখতে Plural হলেও verb-এর Singular Number হয়।
Ex: Ten miles is not a great distance nowadays.
10. Yesterday, ago, long since, long before, last night, last week, last month, a day before yesterday ইত্যাদি অতীত সূচক শব্দ বা Phrase sentence-এ থাকলে Past Indefinite tense অর্থাৎ Verb-এর Past form হয়।
Ex: She drew a picture yesterday.
11. সাধারণত tomorrow, the after tomorrow, next, in future, in the time to come ইত্যাদি ভবিষ্যৎ নির্দেশক বাক্য word/phrase থাকলে verb-এর future indefinite tense হয়।
Ex: Nelly will come from Dhaka the day after tomorrow.
12. Before দ্বারা দুটি Past tense যুক্ত থাকলে before-এর আগের অংশে Past perfect tense-এর পরের অংশ Past Indefinite tense হয়।
Ex: We had reached our school before the bell rang.
13. After দ্বারা দুটি Past tense যুক্ত থাকলে এর আগের অংশ Past Indefinite tense এবং পরের অংশ Past perfect tense হয়।
Ex: They arrived at the station after the train had left.
14. No sooner had — than, scarcely had — when, hardly had — when: প্রথম অংশ Past perfect tense অনুযায়ী হয় অর্থাৎ Verb-এর Past participle form হবে। দ্বিতীয় অংশ Past Indefinite tense অনুযায়ী হয় অর্থাৎ Verb-এর past form হয়।
Ex: No sooner had the bell rung than the teacher entered the classroom.
15. সাধারণত since দ্বারা দুটি Clause যুক্ত থাকলে এবং Since-এর আগের অংশ Present Indefinite/Present perfect tense হলে পরের অংশ Past Indefinite tense হয়। যেমন:
Ex: Ten years have passed since he left the house.
16. আবার since দ্বারা Clause যুক্ত থাকলে এবং Since-এর আগে Clause বা বাক্যের অংশ Past Indefinite tense হলে পরের অংশ Verb-এর Past perfect tense হয়।
Ex: Many years passed since I had met him last.
17. Passive voice-এ সর্বদা Verb-এর past participle form হয়।
Ex: This work was done by her.
18. Simple Sentence-এ দুটি Verb থাকলে দ্বিতীয় Verb-এর সঙ্গে ing যোগ হয় অথবা দ্বিতীয় Verb টির আগে to বসে।
Ex: She saw the boy playing in the field.
Note: দ্বিতীয় Verb টি যদি উদ্দেশ্য বোঝাতে ব্যবহূত হয়, তবে দ্বিতীয় Verb-এর আগে to বসে।
Ex: I went to the library to read books.
19. Sentence টি Active Voice হলে can, could, may, might, shall, should, will, would, must, need, dare, used to, ought to প্রভৃতি Modal Auxiliary Verb-এর পরে present form হয়।
Ex: She can do it easily.
20. Sentence টি Passive Voice হলে can, could, may, might, shall, should, will, would, must, need, dare, used to, ought to প্রভৃতি Modal Auxiliary Verb-এর পরে be+ Verb-এর past participle form হয়।
Ex: The task can be done immediately.
21. সাধারণত Sentence-যদি ভবিষ্যৎ নির্দেশক শব্দ বা Phrase যেমন Tomorrow, the day after tomorrow, in future, next ইত্যাদি থাকলে Future Indefinite tense হবে এবং Verb-এর Present form বসে।
Ex: I shall go to London tomorrow.
22. Sentence-এর Subject Singular Number হলে Verb Singular হয় এবং Subject Plural হলে Verb plural Number হয়।
Ex: The flowers in the garden are very beautiful.
23. মূল Verb-এর আগে to be / being/having/get/remain/become/have/has/had etc থাকলে Verb-এর Past participle form হয়।
Ex: The Principle wanted the notice to be hung.
24. সাধারণত It is time, It is high time, wish, fancy ইত্যাদির পরে Subject ও bracket এ মূল Verb থাকলে Verb-এর Past form হয়।
Ex: I fancy I sang.
N.B: আবার, It is time, It is high time, এর পর যদি bracket এ মূল Verb থাকে, তবে ওই verb এর আগে to বসবে এবং ওই verb অপরিবর্তিত থাকবে।
Ex: It is time to work for our future.
25. ব্রাকেটে (be) থাকলে person, number এবং tense অনুযায়ী am/is/are/was/were/been হবে.
Ex: God is everywhere.
26. As if, as though, wish ইত্যাদি থাকলে Subject-এর পরে be verb-এর পরিবর্তে were বসে।
Ex: She behaves as if he were a leader.
27. As if, as though দ্বারা দুটি Clause যুক্ত থাকলে প্রথম Clause টি Present tense হলে পরবর্তী Clause টি Past Indefinite হয়। প্রথম Clause টি Past tense হলে পরের Clause টি Past perfect tense হয়।
Ex: She behaves as if she bought the car.
28. While যুক্ত Sentence-এ While-এর পরে Verb থাকলে Verb-এর সঙ্গে ing যোগ হয়। আবার While-এর পরে Subject থাকলে While-এর অংশটি Past continuous tense হয়।
Ex: While taking lunch, he received the phone.
29. Lest দ্বারা দুটি Clause যুক্ত থাকলে Lest-এর পরবর্তী Subject-এর সঙ্গে Auxiliary verb should/might বসে।
Ex: Read attentively lest you should fail in the exam.
30. Would that দ্বারা Sentence শুরু হলে Subject-এর পরে could বসে এবং মূল Verb-এর Present
form হয়।
Ex: Would that I could be a child!
31. সাধারণত Each, one of, every, either, neither ইত্যাদি দ্বারা কোনো subject-গঠিত হলে সেটি 3rd person singular number হয়; তাই এদের পরের Verb টিও singular number হয়।
Ex: Each girl comes here.
32. Adjective-এর আগে the বসলে subjectটি Plural হয় এবং তদনুযায়ী Verb বসে।
Ex: The virtuous are blessed.
33. Title, Names, phrase of measurement দেখতে Plural হলে Singular verb হয়।
Ex: Twenty miles is a long way.
34. কোনো Sentence It দ্বারা শুরু হলে পরবর্তী Verb singular হয়।
Ex: It is a very easy question.
35. কোনো Sentence যদি Introductory There’ দ্বারা শুরু হয় এবং তারপর Singular number থাকে, তবে there-এর Singular verb হয়। আর যদি there-এর পরে Plural Number থাকে, তবে Plural verb হয়।
Ans: There was a big river beside our village.
36. Let, had rather, had better, would better, do not, does not, need not, did not, did never ইত্যাদির পরে Verb-এর present form হয়।
Ans: I would rather die than beg.
37. If যুক্ত Clause-এর প্রথম অংশ Present Indefinite tense হলে পরের অংশ Future Indefinite হয় অর্থাৎ Structureটি হয় অর্থাৎ [If +Present Indefinite +Future Indefinite]—
Ex: If you work hard, you will shine In life.
38. If যুক্ত Clause-এর প্রথম অংশ Indefinite tense হলে পরের অংশ Subject-এর পরে Would/could/might বসে এবং Verb-এর Present form হয়। অর্থাৎ, Structureটি হয়—If + past indefinite + (subject + would/could/might +verb-এর Present form)
Ex: If she agreed, I would give the money.
39. If যুক্ত Clause-এর প্রথম অংশ Past perfect tense হলে পরের অংশ Subject-এর পরে would have/could have/might have বসে এবং Verb-এর Past participle form হয়।
Ans: If he had finished it sincerely, he would have got a profit.
40. To-এর পরে Verb-এর present form হয়।
Ex: She went to the market to buy a dress.
41. To ব্যতীত Preposition-এর পরের Verb-এর সঙ্গে ING যুক্ত হয়।
Ex: She is now engaged in reading.
42. Cannot help, could not help, look forward to, with a view to, get used to, mind, would you mind, worth, past ইত্যাদির পরে Verb-এর সঙ্গে ing যুক্ত হয়।
Ex: I cannot help laughing.
43. কোন Sentence-এর শুরুতে Subject-এর স্থানে Verb থাকলে Verb-এর সঙ্গে ing যোগ হয়।
Ex: Swimming is good exercise.
44. By-এর পরে Verb-এর সঙ্গে ing যোগ হয়।
Ex: She expressed her grief by saying that the thief had stolen her phone.
45. If/Had যুক্ত clause টি Past Indefinite Tense হলে অপর clause-এর Subject-এর পরে would/could/might বসে এবং Verb-এর Present Form বসে।
Ans: If she requested me, I would go there.
46. Sentence-এ If/Had যুক্ত clauseটি Past Perfect Tense হলে অন্য অংশটিতে Subject-এর পরে অর্থভেদে would have/could have/might have বসে এবং verb-এর past participle হয়।
Ex: If she had invited me, I would have joined the party.
47. If যুক্ত Clause-এর প্রথমটিতে Subject-এর পর were থাকলে দ্বিতীয় অংশে Subject-এর পরে would/ could/ might বসে এবং Verb-এর Present From বসে। আবার, would have/could have/would haveও বসতে পারে। সে ক্ষেত্রে Verb-এর Past participle form বসে।
Ex: If I were a child again, I would draw a nice picture.
48. Had-এর পরে Subject এবং Verb-এর Past participle থাকলে পরবর্তী Clause-এর Subject-এর পরে would have/could have/might have + verb-এর Past participle form বসে।
Ex: Had I been a teacher, I would have talked the real story to my students.
49. Verb ‘to be’ বিহীন Sentenceকে Negative বা Interrogative করতে হলে tense ও Subject-এর number ও person অনুসারে do, does, did ব্যবহার করতে হবে।
Ex: We do not play football.
50. সাধারণত Preposition (on, in of, for, from, by, after at, beyond, upon, against, with, without, before ইত্যাদি) এর পরে verb-এর সঙ্গে ing যোগ হয়।
Ex: Rita is busy (do) her homework.
Ans: Rita is busy doing her homework.
51. Interrogative sentence যদি who, what, why, which, when, where, whose, how ইত্যাদি question word দিয়ে শুরু হয় তাহলে subject-এর আগে tense ও person অনুযায়ী auxiliary verb ব্যবহার করতে হবে।
Ex: Why she (look) so happy?
Ans: Why does she look so happy?
52. সাধারণত নিচের verb-গুলোর পরে gerund বসে। যেমন: admit, enjoy, report, appreciate, finish, recent, avoid, mind, resist, miss, resume, consider, postpone, risk, delay, practice, suggest, escape, imagine, save, recall, prevent, propose, stop, deny, and quit ইত্যাদি।
Ex: They enjoy watching TV.
53. ‘Since’ বা ‘for’-এর পরে সময় উল্লেখ থাকলে Sentenceটি present perfect Continuous Tense হবে।
Ex: It has been raining for three hours.
54. Main Clause-এর Verbটি Past Tense-এর হলে এবং পরের অংশে next day, next week, next month, next year ইত্যাদি উল্লেখ থাকলে Subject-এর পরে would/should বসে এবং Verb-এর Present Form হয়।
Ex: She said that he would go home the next day.
55. After-এর পরে এবং before-এর আগের clauseটি past perfect tense হয় এবং অন্য clauseটি past indefinite tense হয়।
Ex: The doctor had come before the patient came.